কুলাউড়ায় অফিসার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়ায় অফিসার্স ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্লাব সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক ডা. সুলতান আহমদের পরিচালনায় প্রায় সহস্রাধিক শ্রেণিপেশার নেতৃবৃন্দদের অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু ও সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, বাকশিস সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) আব্দুল হান্নান, কুলাউড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বিশিষ্ট আইনজীবি অ্যাড. এটিএম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক আতিকুররহমান আখই, কুলাউড়া দোকান-ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম এর চেয়ারম্যান মো. মইনুল ইসলাম শামীমসহ বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে স্বাগত বক্তব্যে ইউএনও ফরহাদ চৌধুরী ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকল শ্রেণিপেশার নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জানান।

 

 

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন বাদশাহগঞ্জ জামে মসজিদের ইমাম হাফিজ মাও. কামরুল ইসলাম।