ইতালি প্রতিনিধিঃ
ইতালির ভেনিসে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি ভেনিসের আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দদের সম্মানে স্থানীয় ঢাকা বিরিয়ানী হাউজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির ফয়সাল আহমেদ এর পরিচালনায় ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমিতির উপদেষ্টা খোরশেদ আলম সাচ্চু,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সহ সভাপতি মমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া,সহ সভাপতি কাজি মাফুজ রানা সমাজ কল্যাণ সম্পাদক আনিসুল হক মৃধা।
ইফতারের পূর্বে রোজাদারদের নিয়ে রমজানের উপর আলোচনা করেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কাদের, হাফেজ আজহারুল ইসলাম ও হাফেজ আব্দুস সালাম। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও রোজাদারদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান।
ইফতার মাহফিলে ভেনিস কমিউনিটির নেতৃবৃন্দ ,বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহেল রানা , উপদেষ্টা মইনুদ্দিন ,সহ-সভাপতি নাসির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সদস্যবৃন্দ আব্দুর রহমান জুয়েল ,সোহেল আলী, ক্রীড়া সম্পাদক তোফাজ্জল হোসেন, এবাদুর জামান , নোমান মৃধা , শাহিদ মৃধা সহ কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যরা।