জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামাগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ব্যবসায়ী মাছুম মিয়া’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে দোকানপাঠ বন্ধ করে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
আজ সোমবার দুপুরে স্থানীয় পৌরপয়েন্টে শহরের মোবাইল মার্টেকের ব্যবসায়ীদের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। এতে অংশ নেন মোবাইল মার্কেট সমিতির সভাপতি নূহেল আমিন ভূঁইয়া, সহসভাপতি জহিরুল হক জহির, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ম সম্পাদক মুহিত মিয়া, অর্থ সম্পাদক রূপ মিয়া, ব্যবসায়ী আক্তার হোসেন ও মামুন আহমদসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল মার্কেট সমিতির সভাপতি নূহেল আমিন ভূঁইয়া বলেন, তরুণ ব্যবসায়ী মাছুম সুনামের সঙ্গে ব্যবসায়ী পরিচালনা করে আসছিল। তাঁর হত্যাকাণ্ডে আমাদের ব্যবসায়ী সমাজ বাকরুদ্ধ। এ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবী করছি আমরা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান বলেন, মাছুম হত্যা মামলার ৫ আসামিকে আমরা গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে দীর্ঘবিরোধের জেরে পৌরসভার বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাছুম মিয়া ও তার চাচাতো ভাই হাসান আহমেদ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। এরমধ্যে মাছুম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। এঘটনায় নিহতের মা রিনা বেগম জগন্নাথপুর থানায় ১০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।