রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান আর নেই- জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ৩, ২০২২ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, মে ৫, ২০২২

 

স্টাফ রিপোর্টঃ

রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আব্দুল হান্নান ৩মে মঙ্গলবার রাত ৩.৩০ মিনিটের সময় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

 

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল হান্নানের জানাজার নামাজ মঙ্গলবার ঈদ উল ফিতরের দিন বিকাল ৫.৩০ মিনিটের সময় উনার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

 

জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের ইমামতিতে জানাজার নামাজে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সমাজ সেবক,  রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-অধ্যক্ষ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন।

 

জানাজার নামাজের পূর্বে মরহুম মোহাম্মদ আবদুল হান্নানের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি শ্মরণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,  সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান  আ স ম কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু,  কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সজল, মরহুম মোহাম্মদ আবদুল হান্নানের বড় ভাই পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ নাসির উদ্দীন।

 

বক্তারা এসময় বলেন সারাদিনের প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কয়েক সহস্রাধিক মানুষের উপস্থিতি প্রমাণ করে আব্দুল হান্নান এর প্রতি মানুষের ভালবাসা কতটুকু। এসময় জানাজার মাঠের অদূরে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে বিপুল সংখ্যক ভিন্ন ধর্মাবলম্বী ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।

 

মোহাম্মদ আবদুল হান্নান এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী হাসনাইন খান বাকর, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মন্নাফ, কর্মধা টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান শাহজান,  সাপ্তাহিক আমাদের বাংলা কাগজ এর সম্পাদক ও প্রকাশক এম.এ. রহমান মুমিত,  কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. রুহুল আমীন, কর্মধা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আজিজুল হক জুয়েল।

 

উল্লেখ্য মরহুম মোহাম্মদ আবদুল হান্নান রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির একাধারে ৩ বার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সর্বশেষ নির্বাচনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।