সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণাঞ্চল। ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে দলটির পুঁজি দাঁড়ায় মাত্র ১৬৩ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার পিনাক ঘোষ। এছাড়া ৩১ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে। মধ্যাঞ্চলের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, সৌম্য সরকার, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬৫ রান এনে দেয় মধ্যাঞ্চলের উদ্বোধনী জুটি। সৌম্য সরকার ২১ ও মিজানুর রহমান ৩৯ রান করে বিদায় নেওয়ার পর একটু চাপ সৃষ্টি হয় আব্দুল মজিদ ও মোহাম্মদ মিঠুন এক অঙ্কের ঘরে আউট হলে। তবে এরপর আর উইকেট হারাতে হয়নি।
অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আল আমিন দেখেশুনে খেলতে থাকেন। চতুর্থ উইকেটে দুজনের ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিই নিশ্চিত করে দলের জয়। আল আমিন ৬৯ বলে ৫৩ ও মোসাদ্দেক ৮৫ বলে ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ৪২.১ ওভারে। দক্ষিণাঞ্চলের পক্ষে নাসুম আহমেদ একাই শিকার করেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি দক্ষিণাঞ্চল : ১৬৩/১০ (৪৮.৫ ওভার)
পিনাক ৩৫, নাহিদুল ৩১, অমিত ২৯, বিজয় ২০,
সৌম্য ১৯/২, মৃত্যুঞ্জয় ২৬/২, অপু ২৮/২, মুরাদ ২৯/২, মোসাদ্দেক ৪৫/২
ওয়ালটন মধ্যাঞ্চল : ১৬৪/৪ (৪২.৩ ওভার)
আল আমিন ৫৩*, মিজানুর ৩৯, মোসাদ্দেক ৩৩*, সৌম্য ২১
নাসুম ৩২/৩
ফল : ওয়ালটন মধ্যাঞ্চল ৬ উইকেটে জয়ী।