ইতালির মনফালকনে ১২ জুন পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়য় ও কাউন্সিলরের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২২ | আপডেট: ৬:০৯:অপরাহ্ণ, মে ১৭, ২০২২

 

ইতালি প্রতিনিধিঃ

ইতালির ঐতিহ্যবাহী বন্দর শহর গরিঝিয়া
মনফালকনে পৌরসভার স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে

মেয়র পদপ্রার্থী ক্রিস্টিয়ানা মরসলিন ও কাউন্সিলর পদপ্রার্থী লাউরা খানের নির্বাচনী সভা পিয়াচ্ছা রিপোবলিকা মনফালকনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় মনফালকনে পৌরসভার মেয়র পদপ্রার্থী ক্রিস্টিয়ানা মুরসালিন কে সমর্থন জানিয়ে লাওরা খানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী তারা দু’জনই স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতা ও ভোটারদের ভোট প্রত্যাশা করেন।

 

 

নির্বাচনী সভায় কমিউনিটি নেতারা জানান লাওরা খানের পিতা মরহুম ফরিদ খান এর অবদান ভুলার মত নয় তাই আমরা তার মেয়ে এশহরে জন্মনেয়া লাওরা খানকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।বহি বিশ্বে বাংলাদেশীদের অবস্থান সুদৃঢ় করতে আমাদের ২য় জেনারেশন এর ভূমিকা অনস্বীকার্য। আমাদের বিশ্বাস লাউরা খানকে সুযোগ দিলে সে তার প্রতিদান দিতে সক্ষম হবে। তাই এবার মানুষ সঠিক রায় দিবে এবং যোগ্য প্রার্থীকে বেছে নিবে।

বক্তারা বলেন লাওরা খান এদেশের সাংস্কৃতির সঙ্গে পরিচিত এবং বাংলাদেশের সাংস্কৃতি বুকে ধারণ করেন।
তাছাড়াও বক্তারা মনে করেন স্হানীয়দের ধারণা বাংলাদেশী মেয়েরা ঘর বন্ধ থাকে এমন ধারনা পরিবর্তনে লাওরা খানের প্রার্থীতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগ্য প্রার্থী লাওরা খানকে সকলের সমন্নিত প্রচেষ্টায় বিজয়ী করে প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে বিনীত অনুরোধ জানান উপস্থিত বক্তরা।

আলোচনা শেষে প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করার সুযোগ চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।