সিলেটের বন্যা কবলিতদের সাহায্যে বার্মিংহামে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, মে ২৪, ২০২২

আহমেদ সুহেল : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বৃহত্তর সিলেটের অসহায় দরিদ্র মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার উদ্যোগ গ্রহন করছে যুক্তরাজ্যের বার্মিংহামের প্রবাসী বাংলাদেশীরা। সিলেটের বন্যা কবলিত অসহায়দের সাহায্যে তহবিল সংগ্রহ এবং এবিষয়ে এগিয়ে আসতে কমিউনিটির মানুষদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে গত ২৩ মে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ¦ নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা সিলেটের বন্যা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশ ও প্রবাসের সকলকে সাহায্য ও সহযোগিতা করার আহবান জানান।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আলহাজ¦ মোস্তফা চৌধুরী যুবরাজ,বাংলাদেশী বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ¦ ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ¦ কামরুল হাসান চুনু,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাফিজ খান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আলহাজ¦ আব্দুর রশীদ,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ম্যানাজার এমদাদ হোসেন,বি অন টিভি ইউকে‘র প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,কলামিষ্ট শেবুল চৌধুরী,সঙ্গীত শিল্পি ফিরোজ রাব্বানী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম,যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ ও বাংলা কাগজের আহমেদ সুহেল প্রমূখ। সভায় তাৎক্ষনিকভাবে এক হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয় এবং আাগামী ৩০ মে সোমবার কমিউনিটির বিভিন্ন র্শীষজনসহ প্রবাসীদের অংশগ্রহনে ত্রান সংগ্রহের জন্য আরেকটি সভা আহবান করা হয়।