বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার (১৯ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেন সিলেট স্টেশনে পৌঁছায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, ‘২৬ ঘণ্টা বন্ধ থাকা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।’
এর আগে, শনিবার (১৮ জুন) দুপুরে বন্যার পানিতে রেল লাইন ডুবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা যায়। সিলেট স্টেশন থেকে সরাসরি রেল না চললেও সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে রেল চলাচল অব্যাহত ছিল।