আব্দুল হান্নান (কভেন্ট্রি প্রতিনিধি) : দেশ ও প্রবাসে ইসলামের ঝান্ডা সর্বাগ্রে তুলে ধরে নবী ও রাসুলদের প্রদর্শিত পথে নিজেদের জীবন পরিচালিত করার আহবান জানিয়ে যুক্তরাজ্যেও মিডল্যান্ডসের কভেন্ট্রিতে অনুষ্ঠিত হয়েছে শানে রিসালাত সম্মেলন- ২০২২। কমিউনিটির বিভিন্ন শীর্ষজনসহ বিভিন্ন আলেম উলামাদের উপস্থিতিতে গত ২১শে জুন কভেন্ট্রির ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে কভেন্ট্রির শাহজালাল জামে মসজিদে এই শানে রিসালাত (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লাামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ সায়্যিদ ফাদি জুবা ইবনে আলী আল হাসানির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের নবনির্বাচিত সভাপতি শায়খ আল্লামা নজরুল ইসলাম,ইমাম শায়খ খালিদ হুসাইন,মুফতি মাওলানা আশরাফুর রহমান প্রমূখ। এসময় প্রধান অতিথি আল্লাামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, মহানবীর জীবনাদর্শকে ধারন করতে পারলে মানুষের জন্য দুনিয়া এবং আখেরাতে দুস্থানই অত্যন্ত মসৃণ ও মঙ্গলময় হবে। এছাড়া তিনি বেশি বেশি করে শানে মোস্তফা সাঃ এর মাহফিল আয়োজনের উপড়ও গুরুত্বারোপ করেন। শানে রিসিলাত সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য বক্তারাও নবীজির শানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উক্ত শানে রিসালাত সম্মেলনে সম্মেলনে শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মুতাসসিম আলি সিতু মিয়াকে ফুলতলী মসলক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমাতে অসামান্য অবদানের জন্য ‘সিলসিলা এ্যওয়ার্ড’ শীর্ষক একটি বিশেষ সম্মাননা এ্যওয়ার্ড প্রদান করেন হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।