সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অসহায় বন্যার্ত পরিবারের মাঝে “জ্ঞানের আলো পাঠাগার” কোটালিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ, ফ্রী ঔষধ ক্যাম্পেইন, শিক্ষা সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়াবাসীর সহযোগিতায় সুনামগঞ্জের তাহেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছে কোটালীপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা। আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন তাহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলিগ এর সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহেরপুর প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক রোকন গনি, আবুল কাশেম, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সিনিয়র সদস্য দিদার খানসহ জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর খাদ্যসামগ্রী নিয়ে তাহেরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যায় জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবকেরা। সুনামগঞ্জের দূর্গম অঞ্চল তাহেরপুরে রয়েছে কোটালীপাড়ার জ্ঞানের আলো পাঠাগারের টিম। আজ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা হয় জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবকদের। বন্যা পরবর্তী খুবই দূরাবস্থা বন্যাদূর্গতদের। আবার বন্যার পানি কমে যাওয়ায় আগের মত নেই ত্রাণ বিতরণ কার্যক্রম।
বর্তমানে কোন কাজ নেই। চরম অভাব অনাটনে দিন কাটছে তাদের। এদিকে বন্যায় পানি কমে যাওয়ার পর থেকে ঘরে ঘরে নানা রোগবালাই ছড়িয়ে পড়ছে। আগামীকাল সকাল থেকে শুরু হবে খাদ্য বিতরণ কার্যক্রম। পাশাপাশি চলবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।
রাতেই খাদ্যসামগ্রী প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন করা হবে।
বুধবার বিকেলে উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ সংগঠনটি বন্যার্তদের জন্য খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
বন্যার্ত পরিবারে এসব সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।