আহমেদ কাবির : যুক্তরাজ্যের কাম্ব্রিয়া কাউন্সিল থেকে চার চার বার নির্বাচিত প্রথম এবং একমাত্র এশিয়ান কাউন্সিলর বাংলাদেশী বংশোদ্ভুত এম আব্দুল হারিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বার্মিংহামের ওয়ালসলে। তরুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীসহ কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে মিডল্যান্ডস ব্রিটিশ বাংলাদেশীস এর উদ্যোগে ওয়ালসলের একটি হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনার শুরুতে সংবর্ধিত কাউন্সিলর এম আব্দুল হারিদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন বিবিসির শেলিব্রেটি শেফ আবুল হোসেন। সংবর্ধনা অনুষ্টানে বক্তারা মুলধারার রাজনীতিতে সংশ্লিষ্ট হয়ে অনেকটা শতভাগ ব্রিটিশ অধ্যুষিত যুক্তরাজ্যের কাম্ব্রিয়া এলাকা থেকে শুধু একমাত্র বাংলাদেশী হিসেবে নয়,একমাত্র এশিয়ান হিসেবেও কাউন্সিলর নির্বাচিত হতে পারায় কাউন্সিলর আব্দুল হারিদের ভূয়সী প্রশংসা করে এই অর্জনে মুলধারার রাজনীতিতে প্রবাসী বাঙালীদের আরো উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন। ফয়ছল আহমেদের সঞ্চালনায় সংবর্ধনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম,চলচ্চিত্রকার মকবুল চৌধুরী প্রমূখ। উল্লেখ্য কাম্ব্রিয়া কাউন্সিল থেকে চার বার কাউন্সিলর নির্বাচিত হওয়া ছাড়াও আব্দুল হারিদ স্থানীয় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।