জয়নাল ইসলাম : যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ১২০টি বাংলাদেশী ব্যাডমিন্টন দলের অংশগ্রহণে বার্মিংহামের ওয়ালসলে অনুষ্টিত হয়েছে মিডল্যান্ডস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২। বিভিন্ন দলের খেলোযাড়,সমর্থক,ক্রীড়ামোদী দর্শক ও কমিউনিটির নানাজনের উপস্থিতিতে ইউনাইটেড ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে বার্মিংহামের পার্শ্ববর্তী ওয়ালসলে UWW ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় লন্ডনের সিয়াম ও সুমন জুটি আর রানার্সআপ হয় লিভারপুলের সানুর ও সোহান জুটি এবং তৃতীয় হয় বার্মিংহামের ইয়াসগীর ও ইব্রাহিম জুটি ও চতুর্থ স্থান অর্জন করে ওল্ডহ্যামের জুয়েল ও দানিয়াল জুটি। সি ক্যাটাগরিতে সেরা ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন লন্ডনের সুমন। প্রতিযোগিতার ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় লিভারপুল ও উইরালের মিজিদ গনি ও এমদাদ জুটি,আর রানার্সআপ হয় বার্মিংহামের আব্দুল আহাদ ও শিবলু জুটি এবং তৃতীয় হয় লন্ডন ও স্টকয়ের শেখ তানভীর ও নিজাবুর জুটি। চতুর্থ স্থান অর্জন করে ওল্ডহ্যামের রৌশন ও মুজাহিদ। ডি ক্যাটাগরিতে সেরা ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন উইরালের এমদাদ। টুর্নামেন্টে এ-ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টারের খালেস ও টমাস জুটি,রানার্সআপ হয় আবিদ ও ইতমাম জুটি আর তৃতীয় হয় ম্যানচেস্টারের আলী আসগর ও ইউসিয়ান জুটি এবং চতুর্থ স্থান অর্জন করে লন্ডনের কাহার ও সোহান জুটি। এ- ক্যাটাগরিতে সেরা ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ম্যানচেস্টারের টমাস। খেলা শেষে পুরস্কার বিতরণীতে হারুন রাজা ও সুহেল আহমদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সায়েদ আহমদ,এনাম আহমদ,আকরাম খান,শাহীন আহমদ,ওয়াহিদ খান,মোহাম্মদ,আবুল কালাম,জিতু মিয়া মিসবা চৌধুরী,আব্দুর রহিম,কামাল হোসেন,রুহুল আমিন,রিবু আহমদ,সাইফুল ইসলাম,সোহান আহমদ প্রমূখ।