কবিতা
পরের তরে
মোহাম্মদ মুফিদলু গনি মাহতাব
কবিতাগুলো মোর হারিয়ে গেছে বানবাসীদের ভিড়ে
অসহায় মানবতার কান্না শুনি সুরমা কুশিয়ারার তীরে।
বানের স্রোতে তলিয়ে গেছে কত শহর নগর গ্রাম
সর্বহারা বানবাসীদের আর্তনাদে কাঁপছে ধরাধাম।
অপরিকল্পিত স্থাপনা আর যাতায়াতের রাস্থাঘাট নির্মান
অযোগ্যদের কূপানলে সর্বনাশ হচ্ছে মোদের জন্মস্থান ।
নদীমাতৃক বাংলাদেশের ভরে গেছে নদীর তল।
একটুখানী বৃষ্টি হলেই থই থই করে জল।
একূল অকূল ডুবে গিয়ে আসে সর্বনাশা বন্যা
জীবন জীবিকা হারিয়ে মানুষের সাথী হয় কান্না।
সম্বল হারিয়ে বানবাসীরা আজ মরছে ধূকে ধূকে
এসোনা মোরা হাসি ফোটাই দু:খি মানুষের মুখে।
নবীজি মোর বলে গেছেন উৎকৃষ্ট মানুষের কথা
পরের তরে হাত বাড়ালে আসবে দু‘জাহানের সফলতা।