কোন জ্বরের কী উপসর্গ?

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২২ | আপডেট: ১:০০:পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২২

কখনো তীব্র গরম, আবার কখনো হঠাৎ বৃষ্টি। বিশেষ করে এই শ্রাবণে চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর ও সর্দি-কাশি।

প্রতি ঘরেই কেউ না কেউ জ্বরে, ঠান্ডায় আক্রান্ত। কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, অনেকের আবার প্রয়োজন হচ্ছে চিকিৎসকের পরামর্শের। তারপরও জ্বর নিয়ে  আতঙ্ক জনমনে। কারণ জ্বর রোগের উপসর্গমাত্র।

আমরা এখনও করোনাকাল অতিক্রম করছি। ফলে জ্বরে ভুগলে অনেকেই করোনায় আক্রান্ত্র মনে করছেন। অনেকে আবার ভাবছেন ডেঙ্গুজ্বর কিনা? তবে প্রতিটি জ্বরের বেশ কিছু কমন উপসর্গ যেমন রয়েছে, তেমনি আলাদা উপসর্গও রয়েছে। যো দেখে রোগের ধরণ নির্ণয় করা সম্ভব। জ্বরের লক্ষ্মণ ও উপসর্গ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত। আসুন জেনে নেই কোন জ্বরের কী উপসর্গ:

সাধারণ জ্বর

* শরীরে জ্বর থাকবে (তাপমাত্রা কমবে-বাড়বে)
* হাঁচি ও কাশি থাকে
* নাক দিয়ে অনেকের পানি পড়তে পারে
* শ্বাসকষ্ট কিংবা গলা ব্যথা থাকবে না

করোনা জ্বর

* শরীরে জ্বর থাকবে
* সর্দি ও কফ থাকবে
* গলা ব্যথা থাকবে
* কিছুদিনের জন্য ঘ্রাণ চলে যেতে পারে
* মুখের স্বাদ নষ্ট হতে পারে
* অনেকের শ্বাসকষ্ট হতে পারে

ডেঙ্গু জ্বর

 

* শরীরে জ্বর থাকবে ( উচ্চ তাপমাত্রা)
* গায়ে প্রচণ্ড ব্যথা থাকবে
*  মাথাব্যথা হয়
* চোখ ব্যথা হতে পারে
* অনেক সময় রক্তক্ষরণ হতে পারে

মৌসুমী জ্বর থেকে বাঁচতে বিনা প্রয়োজনে রোদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ২-৩ দিনের বেশি জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।