কুলাউড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২

স্টাফরিপোর্টারঃ

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার সভাপতির বক্তব্যে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।
১৫ আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ।

 

এছাড়া সভায় ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার সিদ্ধান্ত নেয়া হয়।

 

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক, প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই।

 

এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, উপজেলা স্কাউট সম্পাদক শিক্ষক সোহেল আহমদ, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, শিল্পকলা একাডেমির সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।