স্টাফ রিপোর্টারঃ সিলেট-তামাবিল মহাসড়কের শ্যামলী আবাসিক এলাকায় সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় নগরীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক লেগুনা ও তার চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আওলাদ হোসেন এর মৃত্যুতে বাংলাকাগজ পরিবারসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। বাংলা কাগজ এর চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সেক্রেটারী খছরু মোহাম্মদ খান,উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাফিজ খান অধ্যক্ষ আওলাদ হোসেন এর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনিয়েছেন।