মৌলভীবাজারে করোনা, নতুন করে আক্রান্ত ২৯ জন

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

স্টাফ রিপোটার:
মৌলভীবাজারে আবারো করোনাভাইরাসের প্রাদূর্ভাব বাড়তে শুরু করেছে। বেশ কয়েক মাস পর জেলায় একদিনে নতুন করে আরো ২৯ জনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জনের মধ্যে মৌলভীবাজার সদরে ১০ জন, কুলাউড়ায় ৭ জন, রাজনগরে ৫ জন, জুড়ীতে ২ জন, কমলগঞ্জে ৩ জন ও শ্রীমঙ্গলে ২ জন রয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

                                                           বিজ্ঞাপন

 

করোনা ও নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন রোধে জেলা প্রশাসন মৌলভীবাজার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এছাড়া জেলা পুলিশ ও জেলা প্রশাসন প্রতিদিন সচেতনতামূলক প্রচারণা ও জনগণের মাঝে মাস্ক এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। করোনাভাইরাস ও করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন মোকাবেলায় চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান রয়েছে সপ্তাহব্যাাপী সচেতনতামূলক প্রচারনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন। এদিকে একদিনে জেলায় সর্বোচ্চ ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতনরা মনে করছেন এখন থেকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির ১১ দফা না মানলে অতিতের ন্যায় ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে এ জেলায়।