সংগঠনের বিপুল সংখ্যাক উপদেষ্টাদের উপস্থিতিতে নর্থাম্পটনে আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫শে সেপ্টেম্বর নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন হলে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউকের মাওলানা নজরুল ইসলাম আর পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মাওলানা এম এ কাদির আল হাসান। সভায় সংগঠনের কার্যক্রম ও কর্মসূচির উপর রিপোর্ট পেশ করেন আনজুমানে আল ইসলাহ ইউকের সাধারণ সম্পাদক জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী। বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সহ-সভাপতি মাওলানা ফখরুল হাসান রুতবাহ,মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী,হাফিজ কয়েছুজ্জামান,আলহাজ খুরশিদুল হক,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান,হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি রুম্মান আহমদ চৌধুরী। এতে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ বশির উদ্দীন আহমদ (লন্ডন), আলহাজ নাসির আহমদ (বার্মিংহাম),আলহাজ কারী আবদুল কাদির (লুটন),আলহাজ আবদুর রহীম (নর্থাম্পটন) এবং আলহাজ এমদাদ হোসাইন (বার্মিংহাম)। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের যুগ্ম সম্পাদক আলহাজ বদরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাহহার, কোষাধ্যক্ষ আলহাজ আবদুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা খায়রুল হুদা খান,সদস্য সচিব আফতাব উদ্দীন, ওয়েলফেয়ার সেক্রেটারি মিযান খান, কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল আউয়াল হেলাল,মাওলানা রফিক আহমদ,মাওলানা আবদুল কুদ্দুছ,শওকত সিদ্দীকী,আলহাজ আবদুল মুছাব্বির, কারী শরীফ উদ্দীন,কারী রুহুল আমীন,নর্থাম্পটন আল ইসলাহর সভাপতি কারী এবিএম বায়াজিদ প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি।