মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে আবারও কুলাউড়ার মুন্নির জয়

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

 

 

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে বর্তমান সদস্যা শিরিন আক্তার চৌধুরী মুন্নি পুনরায় নির্বাচিত হয়েছেন।

মুন্নি ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

 

তিনি জানান, সোমবার (১৭ অক্টোবর) সিসি ক্যামেরার আওতাভুক্ত কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার ৩ কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে সংরক্ষিত ১নং আসনে সদস্যা পদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংরক্ষিত ১ নং আসনে সদস্যা পদে বর্তমান ১ জনসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে রেহানা পারভীন ১৪২ ভোট এবং জোবেদা ইকবাল ৯০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বলে জানান আলমগীর হোসেন। বিজয়ী জেলা পরিষদ সদস্যা মুন্নি আল্লাহর কাছে অশেষ শোকরিয়া জানিয়ে বলেন আমি চির কৃতজ্ঞ কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার ভোটারদের কাছে।পাশপাশি নির্বাচনে প্রতক্ষ ও পরক্ষভাবে যারা সহযোগিতা করেছেন।
এদিকে, নির্বাচনকে ঘিরে ব্যাপক আমেজ ছিল পুরো উপজেলায়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত ভোটাররা।