আহমেদ সুহেল : চলতি বছর জিসিএসই ও এ লেভেলে পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন এবং গ্রামার স্কুলে সুযোগপ্রাপ্ত মেধাবী বাঙালী শিক্ষার্থীদের সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান করেছে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিল। বিপুল সংখ্যাক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং বাঙালী বিভিন্ন কাউন্সিলর,বাংলাদেশী সহকারী হাইকমিশনারসহ কমিউনিটির বিভিন্ন স্থরের মানুষের উপস্থিতিতে গত ২৪ অক্টোবর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে থাকা পঁয়ত্রিশ জন মেধাবী বাঙালী শিক্ষার্থী সম্মাননা এওয়ার্ড ও সনদপ্রাপ্ত হোন। বার্মিংহামের বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে প্রতিবছরই নিয়মিত অনুষ্ঠিত হওয়া এই এওয়ার্ড ও সম্মাননা অনুষ্টানে কমিউনিটি এক্টিভিষ্ট হিসেবে আলহাজ্ব আজির উদ্দিন এবং হাজী তফাজুল ইসলাম এবং লেখক ও কলামিষ্ট হিসেবে শেবুল চৌধুরীকে এবার বিশেষ এওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।
বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ রাজুর সঞ্চালনায় সম্মাননা এওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান। প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী নতুন প্রজন্মের মেধাবী শির্ক্ষাথীদের মধ্যে এওয়ার্ড ও সম্মাননা সনদ প্রদানে বাংলাদেশ কাউন্সিলের কোষাধ্যক্ষ শাহিদ মিয়া,সহ-সভাপতি আব্দুল গফুর,য্গ্মু সম্পাদক মোহাম্মদ উকিল মিয়া,নির্বাহী সদস্য মোহাম্মদ মুস্তাকিম,সালেহ আহমেদও মছব্বির আলী ছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেযারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,ডাইরেক্টর আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,মোহাম্মদ আনা মিয়া,বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খান,ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল, উপদেষ্টা ফিরোজ রাব্বানী,বার্মিংহামের বাঙালী তিন কাউন্সিলর কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও কাউন্সিলর মমতাজ হোসেন,সান্ডওয়েলের বাঙালী কাউন্সিলর জালাল উদ্দিন এবং ওয়ালসলের বাঙালী কাউন্সিলর শাকিলা বেগম হোসেন,সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ,নারী সাংবাদিক রাশিয়া খাতুন,নৌকা বাইস সিআইসির জহুর উদ্দিন একলিম,নাট্যকার মুরাদ খান প্রমূখ। কমিউনিটিকে আলোকিত করা কীর্তিমান শিক্ষার্থীদের মধ্যে এধরনের আয়োজন নতুন প্রজন্মের বাঙালী শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে আরো উৎসাহিত করবে বলে অনেকেই মনে করছেন।