জগন্নাথপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে আহত ৪, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২২ | আপডেট: ১:১৫:পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে চাকুর আঘাতে আহত হয়েছেন চার কিশোর। গতকাল বুধবার রাতে জগন্নাথপুর সরকারি কলেজের প্রধান ফটকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার জালালপুর এলাকার ফয়েজ আহমদ, রেজুয়ান আহমদ, রায়হান আহমদ ও মিলন সরকার।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, পৌরএলাকার জালালপুরের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে রেজুওয়ান আহমদ ও বাড়ি জগন্নাথপুর এলাকার চন্দ্র দেবের ছেলে উৎসব দেবের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের গড়ে উঠে। তারা গ্যাংয়ের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। যার জের ধরে বুধবার সন্ধ্যা সাতটার দিকে উৎসব দেবের লোকজন রেজুয়ানের উপর হামলা চালায়। এখবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রেজুওয়ানের লোকজন এগিয়ে এলে এ সময় হামলাকারীদের চাকুর আঘাতে রেজুয়ানের বড় ভাইসহ চার জন গুরুত্বর আহত হলে তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামীকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।