জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (DDM) যৌথ অংশীদারিত্বে সহযোগী সংস্থা “স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন” কর্তৃক স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং প্রকল্প ব্যবস্থাপক (LDRRP) প্রকল্পের উপপরিচালক (উপ সচিব) শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেন, পৌরসভার মেয়র আক্তার হোসেন, প্রকল্প কনসালট্যান্ট টিম লিডার কিওতাকা ওয়াদা।
কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল–স্থানীয় দুর্যোগ ঝুঁকি বিশ্লেষনের মাধ্যমে একটি বাস্তব সম্মত দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রনয়ণ এবং বাস্তবায়নে সক্ষমতা জোরদার করা।