জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দুই জনকে জরিমানা করা হয়েছে।
এরমধ্যে একজন জরিমানা পরিশোধ করেছেন এবং অন্যজন জরিমানা পরিশোধ করেননি। তবে প্রত্রিুয়াধীন রয়েছে।
সোমবার উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে এ জরিমানা এবং মামলা করা হয়।
উপজেলা বিদ্যুৎ সরবারহ (বিউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযানে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর মাঝপাড়া এলাকার ছানাওর মিয়া এবং আশিঘর এলাকার আলীম উদ্দিনের বসতঘরের ব্যবহারকৃত বিদ্যুতের মিটার ছাড়াও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়।
পরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ছানাওর মিয়াকে ৬৬ হাজার ৬৬২ টাকা এবং আলীম উদ্দিনকে ৬৪ হাজার ৯৮৭ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, আলীম উদ্দিনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। অপর অভিযুক্ত ছানাওর মিয়া জরিমানা পরিশোধ করেননি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।