কুলাউড়ায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

 

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

 

 

আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক বদরুল হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক সিনিয়র শিক্ষক সোহেল আহমদ, শিল্পকলা একাডেমি সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল প্রমুখ।

 

 

প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।

 

সভায় দিবসের শুরুতে সকালে ৩১ বার তোপধ্বনি, স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। পরে সকাল ১০ টায় বিজয় শোভাযাত্রা, সকাল ১১টায় বঙ্গবন্ধু উদ্যানে মক্তিযোদ্ধা সংবর্ধনা, বিকেলে এনসি স্কুল মাঠে প্রীতি ফুটবল ও সন্ধ্যায় বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এছাড়াও রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে মোনাজাত-প্রার্থনা অনুষ্ঠান এবং হাসপাতালসমূহে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।

সভায় ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার সকলের আন্তরিক সহযোতিায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের আহবান জানান।