কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

কুলাউড়ায় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় বন্ধ ও ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিতকরণে মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার দক্ষিণবাজার, উত্তরবাজার ও মৌলভীবাজার রোডসহ বিভিন্ন এলাকার ফার্মেসিতে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও সংরক্ষণ করা, ওষুধের প্যাকেটের গাঁয়ের দাম কেটে নিজেরা দাম লেখা, অতিরিক্ত দামে ওষুধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দক্ষিণবাজারের মেসার্স দি কুলাউড়া ফার্মেসিকে ৪ হাজার টাকা ও রাম গোপাল ফার্মেসিকে ৬ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিদপ্তরের তদারকি এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র‌্যাব-৯ এর সদস্যরা তাকে সহযোগিতা করে।