বাংলাদেশের হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চ মাসে। সেবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন তিনি।
শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই খেলতে চান না।
পাপন দাবি করেছেন, তামিম তাকে বলেছেন তাকে যেন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জোর না করেন।
কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে তামিমের আর কোনো আগ্রহ নেই। তিনি এখন অন্য ফরম্যাটগুলোতে মনোযোগ দিতে চান।
এ ব্যপারে শনিবার মিরপুরে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ওর সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আস। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।
তিনি আরো বলেন, ও আমাকে একটা কথা বলেছে। আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।
পাপন আরো বলেন, এটা বলার পর আমার মনে হয়েছে, ওকে আর কিছু বলা উচিত নয়। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক নয়
এদিকে তামিম ইকবাল বর্তমানে বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন। এবারের আসরে দুইটি ম্যাচ খেলে দুইটি ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন তিনি।