ইতালির ভেনিসে আসিএস ভেনিস ক্লাবের আয়োজনে প্রাইজমানি এন্ড ট্রফি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
ইতালি প্রতিনিধি:
খেলাধুলা মনকে উজ্জীবিত রাখে ,প্রবাসে তরুণদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে শীতের শুরুতেই ইতালির ভেনিসে সম্পন্ন হলো আসিএস ভেনিস ক্লাবের আয়োজনে প্রাইজমানি এন্ড ট্রফি ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুইদলের খেলোয়াড়দের জমজমাট লড়াইয়ে ২-১ সেটে রকেট লাফি দল আসিএস ভেনিস ক্লাবের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা দেখতে ভেনিসের কমিউনিটির নেতৃবৃন্দ সহ অনেক প্রবাসী তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
আসিএস ভেনিস ক্লাবের সভাপতি মোল্লা মোশারফ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আকন হিরু এর পরিচালনায় খেলা শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ,প্রবীণ কমিউনিটি নেতা বিল্লাল হাসাইন,বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ,জবানী পের্ লা উমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার ,কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোবারক হোসেন ,ভেনিস বাংলা মিউজিকের সভাপতি আজাদ খান ,কমিউনিটি নেতা আব্দুল মান্নান ,দেলোয়ার হোসেন ,নাজমুল হক ,বিশিষ্ট ব্যবসায়ী শাইখ আহমেদ ,ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্লাহ সোহেল ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসলামুজ্জামান,দিপু নাসির সহ ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। খেলায় পরিচালনা করেন আসিএস ভেনিস ক্লাবের সহ সভাপতি মো কামাল হোসেন ,সাধারণ সম্পাদক আলী সালেহ ,যুগ্ম সম্পাদক আকন হিরু ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসান ,কাজী হাসান ইমাম ,কোষাদক্ষ সবুজ মন্ডল ,প্রচার সম্পাদক আব্দুল হুমায়ুন ,প্রশাসনিক সম্পাদক মাব্দুল মাহাদে ,ক্রীড়া সম্পাদক রাজীব মিয়া ও সহ ক্রীড়া সম্পাদক সাগর চৌকিদার।
শুভেচ্ছা বক্তব্য শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারি দলের খেলোয়াড়দের মেডেল ও ট্রফি ও প্রাইজমানি তুলে দেন আয়োজক সহ উপস্থিত অতিথিরা। টুর্ণামেন্টর ম্যান অফ দা ফাইনাল হয়েছেন রকেটস দলের লাফি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আসিএস ভেনিস ক্লাবের মাহবুব। এছাড়াও আসিএস ভেনিস ক্লাবের রাজীব সুন্দর ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ব্যক্তিগত ভাবে নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত নেতৃবৃন্দরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং যেকোনো খেলধুলার আয়োজনে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।