ডেস্ক নিউজ: অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। আগামী মাসে দুই বাংলার প্রেক্ষাগৃহেই এটি দেখা যাবে। তারই অংশ হিসেবে গতকাল শনিবার প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। এটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এর মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। এতে তার চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় তার সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি করে সোমা।
এর আগে, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম সিনেমা। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।