জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩ | আপডেট: ১২:৫২:পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

 

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা এ কে শামীম আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মধুসূদন ধর, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, এনটিভির ইউরোপ প্রতিনিধি আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, প্যানেল চেয়ারম্যান নজুদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, এনজিও প্রতিনিধি এনামুল হক, সাজিদ মিয়া প্রমুখ। সভার শুরুতে সদস্য সচিব ডাঃ মধুসূধন ধর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ঘোষণা করে এর কার্য পরিধি বিস্তারিত তুলে ধরেন এবং মেডিকেল অফিসার ডাঃ তানজীম হোসেন সিলেট বিভাগের পুষ্টি চিত্র এবং জগন্নাথপুর উপজেলার সমন্বিত পুষ্টি পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বর্ণনা করেন। বক্তাগণ উপজেলার অপুষ্টি প্রতিরোধে একযোগে কাজ করতে ঐকমত্যে পৌঁছেন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য বিভাগ ও জন প্রতিনিধি গণ মিলে প্রতি ২ মাস অন্তর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় পুষ্টি পরিকল্পনার অগ্রগতি যাচাই করবেন। সুস্থ জাতি গঠণে গর্ভকালীন সময় থেকে নিয়ে শিশুর ২ বছর বয়স পর্যন্ত সোনালী ১০০০ দিনে মা ও শিশুর পুষ্টিকর খাবার সহ এএনসি পিএনসি সেবা নিশ্চিত করণ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহণ, স্বাস্থ্য খাতে ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দ, সরকারি বিভিন্ন ভাতার সুষ্ঠু বন্টন নিশ্চিত করবেন।