বার্মিংহামে দুটি সামাজিক সংগঠনের নেতৃত্বে এলেন বাংলা কাগজ পরিবারের তিন সদস্য

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩ | আপডেট: ৩:৫৫:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

বাকা ডেস্কঃ সম্প্রতি যুক্তরাজ্যস্থ বার্মিংহামের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং বত্রিশটি সংগঠনের সমন্বয়ে গঠিত বৃহৎ প্রতিষ্ঠান জাতীয় দিবস উদযাপন পরিষদের কার্যকরী পরিষদ গঠিত হয়। বার্মিংহাম নগরী এবং আশপাশের এলাকার বাংলাদেশী কমিউনিটির বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি হিসাবে অধিষ্ঠিত হলেন বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর আব্দুল কাদির আবুল এবং বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়শনের সভাপতি হিসাবে নিযুক্ত হলেন বাংলা কাগজের উপদেষ্টা আমিনুর রহমান। ওয়েলফেয়ার এসোসিয়শনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে নিয়োগ পেলেন বাংলা কাগজ বার্মিংহামের বিশেষ প্রতিনিধি লোকমান হোসেইন কাজী। উল্লেখ্য যে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি কার্যকরী পরিষদই গঠিত হয়।

 

বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক খছরু মোহাম্মদ খানের এক যৌথ বিবৃতিতে এ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলা হয়, এ গুরুত্বপূর্ণ তিনজন কর্মকর্তার দায়িত্বপ্রাপ্তি বাংলা কাগজ পরিবারেরই অর্জন। কমিউনিটির সার্বিক উন্নয়নে এ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বাংলা কাগজ বিশ্বাস করে। আব্দুল কাদির আবুল, আমিনুর রহমান এবং লোকমান হোসেইন কাজীকে আরো আভিনন্দন জানান, বাংলা কাগজের উপদেষ্টামন্ডলীর সভাপতি মাফিজ খান।