সেবা ও পরিধি বৃদ্ধি নিয়ে বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের মতবিনিময়

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩ | আপডেট: ৮:৩৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

আহমেদ সুহেল : কমিউনিটির মানুষদের জন্য নানা সেবা ও এবং এর পরিধি বৃদ্ধির প্রয়াসে নানা পরামর্শ গ্রহণের লক্ষ্যে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সদস্যসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে গত ২২ জানুয়ারী বার্মিংহামের সিটি সেন্টারে অবস্থিত বাংলাদেশী সহকারী হাইকমিশনের কনফারেন্স রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিগত সময়ে বিশেষ করে করোনা পারবর্তী এক বছরের সহকারী হাইকমিশনের বিভিন্ন সেবার তথ্য উপাত্ত প্রদান করে বক্তব্য উপস্থাপন করেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান। এসময় তিনি কমিউনিটির যে কোনো প্রয়োজনে তার দপ্তর নিরলসভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করে নো ভিসা রিকোয়ার্ড,মেশিন রিডেভল পাসপোর্ট,পাওয়ার অফ এর্টনীসহ হাইকমিশন সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষ্টা ও দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি একটি পরিসংখ্যানের মাধ্যমে গত বছরে বার্মিংহাম সহকারী হাইকমিশনের সেবার পরিধি ও মান আরো বৃদ্ধির তথ্য উপস্থাপন করে এই ধারা অব্যাহত রাখার প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন। অনলাইন এপয়েন্টমেন্ট না পাওয়া,ফোন রিসিভ না করা,বিভিন্ আবদেনপত্র পুরনে জটিলতাসহ মতবিনিময়ে উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনের নানা পরামর্শের জবাবে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান সেবার সর্বক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়ে বলেন,কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিগুলো তারা চিহ্নিত করেছেন এবং তা শীঘ্রই কাটিয়ে উঠতে পারবেন। তিনি সহকারী হাইকমিশনের কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি এবং ব্যাপক করতে কমিউনিটির মানুষদেরও সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ে আগত সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রার নানা তথ্য উপাত্ত উপস্থাপন করে সহকারী হাইকমিশনার প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান এবং নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের তাদের পুর্বপুরষদের জন্মভুমি সম্পর্কে আগ্রহী করতে সকলকে অনুরোধ জানান।

  

 

মতবিনিময়কালে মঞ্চে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ ও প্রথম সচিব নাজমুস সাকিব। আর বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,ফাইনেন্স ডাউরেক্টর আব্দুল কাদির আবুল,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই বার্মিংহামের সভাপতি আব্দুল আহাদ সুমন,সহ-সভাপতি টিভি ওয়ানের মিডল্যান্ডস প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি জয়নাল ইসলাম,যুগ্ম সম্পাদিকা দর্পন ম্যাগাজিনের মিডল্যান্ডস প্রতিনিধি কবি আমিনা বেগম ও প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করনের মিডল্যান্ডস প্রতিনিধি রাশিয়া খাতুন,কোষাধ্যক্ষ আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,সাংগঠনিক সম্পাদক বিঅন টিভি ইউকে‘র মিডল্যান্ডস প্রতিনিধি আহমেদ কাবির, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক বিঅন টিভি ইউকে‘র বার্মিংহাম প্রতিনিধি আহমেদ সুহেল,নির্বাহী সদস্য দৈনিক সিলেট ডট কমের বেলাল বদরুল,বাংলাদেশ প্রতিদিনের আবু এইচ চৌধুরী সুইট,আমেরিকা থেকে প্রকাশিত সুসময়ের যুক্তরাজ্য প্রতিনিধি মাহবুবুল হাসান শরীফ,বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী ও যমুনা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি রিয়াদ আহাদ প্রমূখ। এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের সভাপতি আমিনুর রহমান,সহ-সভাপতি কামাল আহমেদ,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,যুক্তরাজ্য আওয়ামিলীগের নির্বাহী সদস্য ওয়াসিমুজ্জামান,মিডল্যান্ডস আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল,মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম খোরশেদ,এটিএন বাংলা ইউকে‘র ব্যুরো চীফ কাউসারুল ইসলাম সুমন,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান,এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির সাহিদুর রহমান সুহেল,স্বাধীন দেশ ডট কমের সম্পাদক ওবায়দুল কবীর খোকন প্রমূখ।