২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মানিক পির একাডেমি ছকাপন, কুলাউড়া থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে উমাইয়া তাহের ঈসরা। রোল ম- ৫৫০, পিতা,আবু তাহের জয়নুল। তিনি পেশায় একজন র্যাবের সাবেক কর্মকর্তা। মাতা, নিলুফা ইয়াসমিন রুবা।
তিনি একজন গৃহিণী।
উমাইয়া তাহের ঈসরা,
যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে তাই পিতা-মাতা, শিক্ষক, শিক্ষিকা, আত্মীয় স্বজন সহ সকলের কাছে দোয়া কামনা করছে। ঈসরা বর্তমানে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও ০১ মার্চ সংশোধনী বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এ ছাড়া উভয় গ্রেডের শিক্ষাথী বই কেনার জন্য এককালীন ২২৫ টাকা পাবে।