সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের সব মহানগরে বিএনপির সমাবেশ আজ।
দেশের ১২টি সাংগঠনিক মহানগরে শনিবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ সফল করার জন্য বিভিন্ন সময়ে বৈঠকও করছেন বিএনপির নেতারা।
রমজানের আগে অনুষ্ঠিতব্য শেষ এ সমাবেশ থেকে বিএনপি তাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
নয়াপল্টনে আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে দেশের অন্য সাংগঠনিক মহানগরের সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আবদুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে বেগম সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন।
বরিশালে থাকবেন ব্যারিস্টার শাহজাহান ওমর, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মো. শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ময়মনসিংহে শামসুজ্জামান দুদু।
বিএনপি ছাড়াও আজ রাজধানীতে সমমনা দলগুলো পৃথকভাবে সমাবেশ করবে। এসব দলের মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট