আজ সব মহানগরে বিএনপির সমাবেশ

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩ | আপডেট: ১২:৪২:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের সব মহানগরে বিএনপির সমাবেশ আজ।

দেশের ১২টি সাংগঠনিক মহানগরে শনিবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ সফল করার জন‌্য বিভিন্ন সময়ে বৈঠকও করছেন বিএনপির নেতারা।

 

 

বরিশালে থাকবেন ব্যারিস্টার শাহজাহান ওমর, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মো. শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ময়মনসিংহে শামসুজ্জামান দুদু।

বিএনপি ছাড়াও আজ রাজধানীতে সমমনা দলগুলো পৃথকভাবে সমাবেশ করবে। এসব দলের মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট