বার্মিংহামে স্বরস্বতী কালচারাল অর্গানইজেশনের হোলি উৎসব

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ১১:০৮:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

লোকমান হোসেন কাজীঃ শিশু কিশোর,ছেলে-বুড়ো তরুন বৃদ্ধ একে অপরকে নানা রঙের ছটায় রাঙিয়ে আনন্দ উচ্ছ্বাস আর উৎফুল্লে যুক্তরাজ্যের বার্মিংহামের সনাতন বাঙালীরা উদযাপন করেছে হোলি উৎসব। বার্মিংহামের ওয়ালফোর্ড রোডের শ্রী রাম মন্দিরে স্বরস্বতী কালচারাল অর্গানইজেশনের উদ্যোগে গত ১২ মার্চ অনুষ্টিত হয় এই হোলি উৎসব। হোলি উৎসবে যোগ দিতে বার্মিংহাম ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাঙালী সনাতন ধর্মবলম্বীরা প্রবাসের বুকে ধমীর্য় সংস্কৃতির এই ছোঁয়া পেতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনুষ্টানস্থলে। ভেদাভেদ ভুলে সকল বয়সীদের রঙের খেলায় আনন্দে মেতে উঠাই হোলি উৎসবের মুল আকর্ষন হলেও এটিকে শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়োজক সংগঠন স্বরস্বতী কালচারাল অর্গানইজেশন এ উপলক্ষ্যে আয়োজন করে আরাধনা,পুঁজা অর্চনা,প্রসাদ বিতরণ,ধর্মীয় আলোচনা,শিশু কিশোরদের নিয়ে নানা প্রতিযোগিতা ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

   

স্বরস্বতী কালচারাল অর্গানইজেশনের সভাপতি শ্রী বিপুল চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক চন্দের পরিচালনায় অনুষ্ঠিত হোলি উৎসবের আলোচনায় সনাতনীরা প্রবাসের ধর্মীয় সংস্কৃতি বিকাশে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তারাও ভবিষ্যতে আরো ব্যাপক আকারে ধর্মীয় নানা উৎসব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। হোলি উৎসবের আনন্দে মাতোয়ারা হতে নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালী সনাতনী হিন্দুদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। মূলতঃ সনাতন ধর্মাবলম্বীরা এই হোলি উৎসব পালন করলেও বাঙালী সংস্কৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে এই উৎসবে যোগ দেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে হোলি উৎসব হয়ে উঠে বাঙালীদের এক মিলন মেলাও। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে নানা আয়োজনের মধ্যে বিশেষ আকর্ষণ ছিলো ধামাইল গান। সবশেষে প্রসাদ বিতরণ ও নিরামিষ ভোজনের মাধ্যমে সমাপ্ত ঘঠে পুরো আয়োজনের।

 

https://fb.watch/jpDur4Uq4m/