আহমেদ কাবির : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বার্মিংহামের বাঙালীদের অনবদ্য গুরুত্বপূর্ণ অবদানের তথ্য লিপিবদ্ধ করে লিখা ‘‘ফিফটি ইয়ারস অফ বাংলা ব্রামিজ‘‘ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে। কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে নাট্য ও সাংস্কৃতিক সংগঠন পুর্বানটের উদ্যোগে রোববার বার্মিংহামের এজবাষ্টনের মাক থিয়েটারে এই প্রকাশনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। রাজিব জেবতিক ও লিসা আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে ইংরেজীতে লিখা বইটির লেখক পুর্বানটের র্আটিষ্টিক ডাইরেক্টর মুরাদ খান ও সাইমন ব্রাইয়ার ক্রিফ র্বণণা করেন এই বই লেখার প্রেক্ষাপট। অনুষ্টানে যোগ দিয়ে ‘‘ফিফটি ইয়ারস অফ বাংলা ব্রামিজ‘‘ শীর্ষক বইটির ভূয়সী প্রশংসা করেন বার্মিংহাম ইউনিভার্সিটির হিষ্ট্রি বিভাগের অধ্যাপক মালকন ডিক আর বইটি নিয়ে আলোচনায় অন্যান্যদের মধ্যে যোগ দেন মুক্তিযুদ্ধের তৎকালীন অন্যতম সংগঠক ডঃ তজাম্মল টনি হক এমবিই, ডাক্তার এম এ খালেক,ডঃ আবুল মোস্তফা,ফয়জুর রহমান চৌধুরী এমবিই,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,মিসেস ফরিদা বেগ প্রমূখ।
প্রকাশনা আনুষ্টানে বিলেতের মুলধারার দুজন পেশাদার অভিনেতা-অভিনেত্রী জেইক কলিয়ের ও জয়া আজাই ৭১ এর মুক্তিযুদ্ধে বার্মিংহামের বাঙালীদের সেসময়কার কিছু ভূমিকা অভিনয় করে দেখান । বাংলাদেশের মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধে বার্মিংহামের প্রবাসী বাঙালীদের বিভিন্ন ভুমিকা নিয়ে পুর্বানটের উদ্যোগে ইতিমধ্যে সেক্টর টুয়েলভ নামে একটি নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায়ই ‘‘ফিফটি ইয়ারস অফ বাংলা ব্রামিজ‘‘ এর প্রকাশনা অনুষ্টানের আয়োজন বলে জানান আয়োজকরা।