বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস ঊদযাপন পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ | আপডেট: ১০:০০:পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস ঊদযাপন পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

আহমেদ কাবির ঃ ৩৪টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের বার্মিংহামের সর্ববৃহৎ বাংলাদেশী সামাজিক সংগঠন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস ঊদযাপন পরিষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির নানা সদস্যসহ বার্মিংহামেরদের উপস্থিতিতে গত ৪ মার্চ বার্মিংহামের স্মলহীথের পানসী রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস ঊদযাপন পরিষদের নব-নিযুক্ত সভাপতি অলহাজ্ব আাব্দুল কাদির আবুলের সভাপতিত্বে ও নবনিযুক্ত সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ তজাম্মল হক টনি এমবিই আর বিশেষ অতিথি ছিলেন বার্মিংহামের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ, কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই।

  

স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস ঊদযাপন পরিষদের নব নির্বাচিত সহ-সভাপতি বক্তব্য রাখেন কামাল আহমেদ। অন্যান্যদের মধ্যে ও বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,সহ-সভাপতি বুলন চৌধুরী,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,যুক্তরাজ্য আওয়ামিলীগের নির্বাহী সদস্য ওয়াসিমুজ্জামান,প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার এম খালিক,ম আ কাদির,কমিউনিটি নেতা আজাদ মিয়া,জামান আহমেদ,মুহিবুল হাসান,ডঃ জশ আহমেদ,রুনু মিয়া চৌধুরী,লুৎফুর রহমান লুকু,রুহুল খান,হোসেন আহমেদ,রকিব উদ্দিন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম বেলাল,সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম,বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ,মিডল্যান্ডস প্রতিনিধি আহমেদ কাবির,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী,একাউন্টেন্ট আবু নওশাদ,আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান আবু এইচ চৌধুরী সুইট,বার্মিংহামের স্পেনীশ বাঙালীর এমদাদুল হক লাভলু,করীম আলী,জাহেদ উদ্দিন সাজু,সৈয়দ জামাল,ইকবাল হোসেন,আব্দুস শুকুর,সলিসিটর আব্দুল্লাহ আল মামুন,শোর্পশায়ারের ব্যবসায়ী তাজ উদ্দিন,আহমেদ প্রোপার্টির স্বত্বাধিকারী ফারাজ আহমেদ,হিজাজ ট্রাভেলসের স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী প্রমূখ। সবশেষে মুফতী তাজুল ইসলামের পরিচালনায় বাংলাদেশসহ বিশ্ব মুসলীমের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক দোয়া ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।