রিয়াদে আল ইসলাহ’র ইফতার মাহফিল সম্পন্ন
রামাদ্বানে আত্মশুদ্ধির পাশাপাশি বিশুদ্ধ কুরআন শিক্ষায় আত্মনিয়োগ করুন --আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ
আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ এপ্রিল-২৩) রিয়াদের হারাস্থ একটি রেষ্টুরেন্টে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বেলাল আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহা. শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন সেন্টার ইউকের পরিচালক ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ বলেন, রামাদ্বান কুরআন নাজিলের মাস। এই মাসে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই এ মাসে আত্মশুদ্ধির পাশাপাশি বিশুদ্ধ কুরআন শিক্ষায় আমাদের সকলের আত্মনিয়োগ করা উচিত। আর আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কুরআন শিক্ষার জন্য এই মাসকেই বেচে নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে বিশ্বব্যাপী প্রায় আড়াই হাজারেরও অধীক শাখাকেন্দ্রে রামাদানে বিশুদ্ধ কুরআন শিক্ষা চলছে। এটি কুরআন শিক্ষার জন্য বিশ্বে অনন্য নজীর।
কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুল আহাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আব্দুল মালিক জাবের, মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ চান, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহীম আলী, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল আলী, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা মামুনুর রশীদ, আব্দুল আজিজ মাশুক, ইরশাদ আলী ও আলতাফ হুসেন বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মুহিউদ্দিন ভূইয়া (জামাল), কুলাউড়া প্রবাসী পরিষদের সভাপতি খালেদ শাহাবউদ্দিন।
মাহবুবুর রহমান ও মিলাদুর রহমানের হামদ ও নাত পরিবেশনার মাধ্যমে সূচিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা কবির খান, সহ সভাপতি আব্দুশ শহিদ, বাংলাদেশ থিয়েটার এসোসিয়েশন এর সভাপতি মসিহ সিরাজ, ঢাকা সমিতির সাধারন সম্পাদক কাজি সাঈদ, কমিউনিটির বিশষ্ট ব্যক্তিত্ব কামাল আহমদ, আইনুল হক, নূর মিয়া, ইদ্রিছ আলী, রমজান খান, আরজ মিয়া, মাহতাব আহমদ, কমিটির সহ সাধারণ সম্পাদক আল আমিন, আব্দুল মুনিম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, জিল্লুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, প্রশিক্ষন সম্পাদক ইলিয়াস আলী, সমাজ কল্যান সম্পাদক রেজাউল করিম, আইটিসি রাহুল আমীন, মুসাব্বির হুসাইন আলম, সানাইয়া শাখার সভাপতি আব্দুল কাইয়ূম ময়ূর, উপদেষ্টা বুলু মিয়া, আব্দুর রহিম শাহিন, আজিম উদ্দিন, রায়হান আহমদ ও রুহুল আমিন প্রমূখ।