বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ | আপডেট: ২:২৫:পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

শামিম আল মামুন : সংগঠনের কিছু সদস্যদের নিয়ে ষড়যন্ত্রমুলক মিথ্যা অপ্রপচার ও কটুক্তি এবং মিথ্যাচারের মাধ্যমে একটি কুচক্রী মহল কমিউনিটির মধ্যে বিভক্তি আর বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে প্রতিবাদ সভা করেছে বার্মিংহাম বাংলা প্রেসক্লাব। প্রতিবাদ সভা থেকে সুপরিকল্পিভাবে এহেন অপচেষ্টাকারী কুচক্রীদের বিরুদ্ধে কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানানো হয়। গত ৫ জানুয়ারী বুধবার সন্ধ্যায় বার্মিংহামের আষ্টনের ইকবাল বানকুয়েটিং হলে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদের সভাপতিত্বে,চ্যানেল আই বাংলাদেশের প্রতিনিধি ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর সাদেক মিয়া শামসু,সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় সেক্রেটারী খসরু খান,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলাহজ্ব মাফিজ খান,বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী,যুগ্ম সম্পাদক কামাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমেদ লিটু,বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,কলামিষ্ট ম আ কাদির ও শেবুল চৌধুরী,বি অন টিভির পরিচালক সুহেল চৌধুরী,বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক শিরন চৌধুরী,বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা আলতাবুর রহমান,মৌলভীবাজার জেলা জন-কল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,হবিগঞ্জ সোসাইটি ইউকে‘র সভাপতি রানা মিয়া চৌধুরী,বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর,প্রতিভা ফেন্ডস সোসাইটি ইউকের সভাপতি আনোয়ার হোসেন কাবুল,দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ইউকে‘র সাধারণ সম্পাদক শাহ কামাল,সিলেট স্পোটিং ক্লাবের আশরাফ আহমেদ,ডাক্তার সমুজ আলী,একাউন্টেন্ট মোহাম্মদ তাজ উদ্দিন,সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হাসান শরীফ,কমিউনিটি নেতা লুৎফুর রহমান লুকু,মোহাম্মদ আলী হেলাল,জুনায়েদ আহমেদ চৌধুরী,আব্দুল বারী আজাদ,হাসান আহমেদ ও জামান আহমেদ,ইকবাল বানকুয়েটিং হলের পরিচালক আব্দুল ইকবাল ও ইমরান আহমেদ,বার্মিংহাম সোনালী সুপার মার্কেটের পরিচালক শেখ আব্দুল খালিক,একটু অন্যরকম গ্রæপের আব্দুল কাইয়ুম,বুরহান উদ্দিন,এমদাদুল হক লাভলু,জুনেদ আহমেদ,জাহেদ উদ্দিন ও তাজুল ইসলাম,সঙ্গীত শিল্পি রাকীব ওসমান,নাশিদ শিল্পি জয়নাল আহমেদ,রাকিব আহমেদসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও কমিউনিটির নানাজনদের নিয়ে বার্মিংহামের একটি কুচক্রী মহলের পরিকল্পিত কুৎসা রটনাসহ নানা অপতৎপরতা সম্বন্ধে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

     

এসময় জানানো হয়, বার্মিংহামে বড় বড় নানা অনুষ্টান আয়োজনসহ নানা কর্মকান্ডে এগিয়ে যাওয়ার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কমিউনিটির সাথে সংশ্লিষ্টতাহীন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের তথাকথিত কমিউনিটি নেতা হিসেবে দাবী করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন সাংবাদিকদের টার্গেট করে অপ্রচার এবং কমিউনিটির মানুষদেরকে বিভ্রান্ত করার পায়তারায় লিপ্ত হয়েছে। ঐ মহলের বিরুদ্ধে সতর্ক থাকারও আহবান জানানো হয় প্রতিবাদ সভা থেকে। প্রতিবাদ সভায় যোগ দিয়ে বার্মিংহামের বাঙালী কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দও বার্মিংহামের বাংলা মিডিয়ার কতিপয় সাংবাদিকদের নিয়ে নানা অপ্রপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে কমিউনিটির ঐক্য বিনষ্ট করার যে কোনো পায়তারার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সকলের প্রতি আহবান জানান এবং এসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।