চুনারুঘাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তী সুবর্ণজয়ন্তী উদ্যাপন
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে)সকালে এ উপলক্ষে প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফিয়া আমিন পাপ্পা এর সভাপতিত্বে চিত্রাঙ্কন শেষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউসার শোকরানা ও বিজ্ঞান ক্লাবের পরিচালক ও ডিসিপি হাই স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন সহ কর্মকর্তা কর্মচারী গণ।
আলোচনা সভা শেষে অতিথিদের ধন্যবাদ জানান আফিয়া আমিন পাপ্পা তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে চিত্রাঙ্কনে যে সকল উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতানসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় অংশগ্রহন করেছেন অবশ্যই বিজ্ঞান বিষয় ভাল কিছু শিখেছেন। আমি সকলের সফলতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীগণ।