সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে বিশ্ব তামাক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় এক বর্ণাঢ্য র্যালী লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিবাদ্য বিষয় কে সামনে রেখে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান,লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তাজরিন মজুমদার, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম ও সাংবাদিক এমএ ওয়াহেদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোবারক হোসেন গীতা পাঠ করেন প্রদ্যোৎ জোতি দাস।
বক্তারা তামাকের ক্ষতিকর বিষয়ের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন এবং তামাক দ্রব্য পরিহার করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।