সালাউদ্দিন:
মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ০৪ জুন (রবিবার) উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া আলী হায়দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা বাঁচাও ইউএসএ’র অর্থায়নে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন। এ সময় বিনামূল্যে ২০০ জন অসহায় দরিদ্র চা শ্রমিক রোগীদের ঔষধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরইছড়া চা বাগানের ব্যবস্থাপক নিখিল চন্দ্র দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, মুরইছড়া আলী হায়দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারই, সাংবাদিক সালাউদ্দিন, মুরইছড়া চা বাগানের চিকিসৎক দয়া শংকর গোয়ালা,সমাজ সেবক শেখ আশরাফ উদ্দিন।
এ সময় ডা.মো.ইশফাক জামান সজীবের নেতৃত্বে চিকিৎসা প্রদান করেন ডা.আফজাল আহমদ,ডা.ফাতেমা চৌধুরী,ডা.চৌতালি চৌধুরী ও ডা.তমা দাস।