স্টাফ রিপোর্টারঃ
আজাদ চৌধুরী – সামসুন নাহার ফাউন্ডেশন এর উদ্বোধন ১৪ জুলাই, শুক্রবার, বিকেল ৩ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ‘আজাদ চৌধুরী-সামসুন নাহার ফাউন্ডেশন’র উদ্বোধনী অনুষ্ঠানে
শিক্ষক সংবর্ধনা, শিক্ষা বৃত্তি ও দুস্থ পরিবারের সহায়তা, বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার জননন্দিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাহেদ চৌধুরী টুটুলের সভাপতিত্বে ও পরিচালক প্রভাষক আব্দুল খালিক, নার্গিস আক্তার ও শহীদুল ইসলাম তনয়ের পরিচালনায় জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উদ্বোধক ও মূখ্য আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক বিশিষ্ট অভিনেতা মনোজ কুমার প্রামানিক, বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজনিন আক্তার, সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো গিয়াস উদ্দিন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত কুলাউড়ার কৃতি শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা বৃত্তিসহ
সেখানে ‘আদর্শ পাঠাগার বইপড়া প্রতিযোগিতা’র ৫ম ও ৬ষ্ঠ পর্বে নির্বাচিত ৪০ জন পাঠককেও আনুষ্ঠানিকভাবে মহামূল্যবান পুরস্কার বই উপহার দিয়ে পুরস্কৃত
করা হয়।