লন্ডনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
বাকা ডেস্ক, লন্ডনঃ সোমবার ১৭ জুলাই, লন্ডনের একটি রেস্টুরেন্টে জাতীয় পার্টির লন্ডন মহানগর উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন হয় ।উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি লন্ডন মহানগরের সভাপতি জবলু উদ্দিন।
লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টি সভাপতি অ্যাডভোকেট এবাদ হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি কেন্দ্রীয় কমিটি সদস্য জাতীয় পার্টি ইউ কে এর রাজনৈতিক উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী এম বি ই , সাবেক কাউন্সিলর ও জাতীয় পার্টি ইউ কে-এর সহসভাপতি আব্দুস সামাদ নজরুল , জাতীয় পার্টি ইউকের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আব্দুল কাদির আবুল। বক্তব্য রাখেন লন্ডন মহানগরের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মুজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, অর্থ সম্পাদক রুহুল আনম খান, অন্যতম সদস্য রাশেদ আহমেদ, আব্দুর রাহমান , লিটন আহমেদ, শাহ মোহাম্মেদ খালেদ হাসান প্রমুখ। প্রধান অতিথি পল্লীবন্ধু হোসেন মোহাম্মেদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন আর উনার বিশেষ গুণাবলী তুলে ধরেন। তিনি একজন এমপি মনোনয়ন প্রত্যাশী হিসাবে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন। বিশেষ অতিথিরা বলেন, পল্লীবন্ধু ইসলাম এর খেদমত করেছেন, বিসমিল্লাহ সংবিধানে অন্তর্ভুক্ত করা , রাষ্ট্র ধর্ম ইসলাম, মসজিদ এবং মাদ্রাসার বিল মওকুফ করা , শুক্রবার ছুটি ঘোষণা করা , টিভি ও রেডিও তে আজান প্রচার করাl অনুষ্ঠানে লন্ডন মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ এর প্রচেষ্টায় রাশেদ আহমেদ ও আব্দুর রহমান নামে দুই কমিউনিটি নেতা জাতীয় পার্টিতে যোগদান করেন। লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক রুহুল আমিন ইচ্ছা ও আকাঙ্খা তুলে ধরে বলেন, তিনি দেশে সুনামগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ার হোসেন রব্বানী ।