কুলাউড়ার কর্মধায় জঙ্গি অভিযানে, নারী,পুরুষ, শিশুসহ আটক ১৩

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩ | আপডেট: ১:৫৯:অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

মো খালেদ পারভেজ বখশ :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে নতুন জঙ্গি আস্তানা ইমাম মাহমুদের কাফেলার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ি থেকে ৪ পুরুষ, ৬জন নারী ও ৩ শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ শনিবার সকাল ৬টা থেকে ১০ টার মধ্যে ৪ ঘন্টার সফল অভিযান শেষে উপজেলার সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামের জুগি টিলা থেকে তাদের আটক করা হয়। এ ছাড়া ৩ শিশুকেও হেফাজতে নিয়েছে পুলিশ। আটক ১৩ জনের পরিচয় হলো
শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, মাতা-ছমিরুন, গ্রাম-দক্ষিন নলতা, থানা ও জেলা-সাতক্ষীরা।

 

হাফিজ উল্লাহ (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-জহুরা খাতুন, সাং-কানলা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ।
খায়রুল ইসলাম (২২), পিতা-নজরুল ইসলাম, মাতা-সানোয়ারা বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।
রাফিউল ইসলাম (২২), পিতা-সাইফুল ইসলাম, মাতা-রেবা সুলতানা, গ্রাম-মাইজবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ।
মেঘনা (১৭), স্বামী-খায়রুল ইসলাম, পিতা-মানিক মিয়া, মাতা-আলেয়া বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।
আবিদা (১২ মাস), পিতা-খায়রুল ইসলাম, মাতা-মেঘনা, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।
শাপলা বেগম (২২), পিতা-মজনু মল্লিক, স্বামী-আঃ ছত্তার, মাতা-আলেয়া বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা।
জুবেদা (১৮ মাস), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা।
হুজাইফা (০৬), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা।
মাইশা ইসলাম (২০), পিতা-সাইদুল ইসলাম, স্বামী-সোহেল তানজীম রানা, গ্রাম-চাদপুর (পিতার বাড়ী), থানা ও জেলা-নাটোর। মোছাঃ সানজিদা খাতুন (১৮), পিতা-আব্দুল জলিল, স্বামী-সুমন মিয়া, গ্রাম-নিজবলাই, থানা-শরিয়াকান্দি, জেলা-বগুড়া।
আমিনা বেগম(৪০), পিতা-জলমত খা, স্বামী-শফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।
মোছাঃ হাবিবা বিনতে শফিকুল (২০), পিতা-শফিকুল, মাতা-আমিনা বেগম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।
আটককৃতরা বিভিন্ন জেলার অধিবাসি।

 

 

অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইট’।

তিনি আরোও জানান, জংঙ্গী আস্তনা থেকে তিন কেজি বিস্পোরক দ্রব্য, হাই এক্সক্লুসিভ ৫০টি ডেনোনেটর, জেহাদি বই, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জংঙ্গী প্রশিক্ষন সামগ্রীক জিনিষপত্র উদ্ধার করেছে ।

কুলাউড়া থানা ও পুলিশ সুত্রে জানা যায়, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা ক্রয় করে আস্তানা বানিয়েছে জঙ্গীরা। মাস খানিক আগে ওই টিলায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। তারা ঐ এলাকায় অপরিচিত। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালেক জানান এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামের ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার সকাল ৬টা থেকে ১০ টার মধ্যে ৪ ঘন্টার মধ্যে সফল অভিযান সমাপ্ত হয় । এতে সিটিসি ও সোয়াট টিমের সদস্যরা অভিযান চালিয়ে মোট ১৩ জনকে আটক করা হয় ।