কুলাউড়ায় দুইশ শিক্ষাপ্রতিষ্ঠান পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ৫ হাজার গাছের চারা
মোঃ ইব্রাহীম আলী, কুলাউড়া :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কুলাউড়া শহরস্থ বনবিভাগের সরকারি নার্সারি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের অনুকূলে গাছের এ চারাগুলোর বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী।
মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখর উদ্দিনের সঞ্চালনায় চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, রেঞ্জার মো. মজনু প্রামানিক, এমপি প্রতিনিধি দলের সদস্য শফিকুল ইসলাম জাহেদ, হোসেন মনসুর, আহবাব হোসেন রাসেল, সাহেদ নুর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শোকাবহ আগস্ট মাসে পরিবেশ রক্ষায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় সুস্থ প্রজন্মের দেশ গড়ার প্রত্যয় নিয়ে এমপির এ উদ্যোগ কুলাউড়ার পরিবেশ রক্ষায় শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা রাখবেন।