বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২ | আপডেট: ৭:৫২:অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার মার্কিন বিমান ঘাঁটি সংলগ্ন বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

ইরাকি পুলিশ হামলায় হতাহতের কোনো তথ্য জানায়নি। তবে একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি ইরাকি এয়ারওয়েজের মালিকানাধীন।

ইরাকের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, হামলার ঘটনায় কোনো ফ্লাইট অবতরণ বা উড্ডয়নে কোনো সমস্যা দেখা দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের কাছেই যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ক্যাম্প ভিক্টোরির অবস্থান।

সম্প্রতি বাগদাদ বিমানবন্দরে মাঝেমাঝেই রকেট হামলার ঘটনা ঘটছে। এর জন্য ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শিয়া মিলিশিয়া গ্রুপগুলোকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্মকর্তারা।