এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) সকাল ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার নবাগত প্রশাসক দেবী চন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু,সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা, অফিসার ইনচার্জ রাশেদুল হক সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধিগণ, কর্মকর্তা কর্মচারীগণ,রাজনীতিবিদগণ,শিক্ ষকগণ,সুশীল সমাজ,সাংবাদিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণদের আমন্ত্রণ জানানো হয়।
এ সময় উপস্থিত বিভিন্ন প্রতিনিধি বক্তারা উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, অবৈধ ইটভাটা ও কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করা,সাতছড়ি জাতীয় উদ্যানের গাছ চুরি সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
জেলা প্রশাসক দেবী চন্দ জেলা সহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।