ফুটবল একাডেমী গড়ার লক্ষ্যে সিলেটের ‘দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব’র উদ্যোগে ২৬ গ্রামবাসীর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি কাউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের ব্যবস্থাপনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এলাকার খেলোয়াড়দেও মধ্যে ব্যাপাক সাড়া জাগিয়েছে।
এতে হারিয়ে যাওয়া ফুটবলসহ সকল প্রকার খেলাকে এগিয়ে নিতে দক্ষিণ বিশ্বনাথবাসী আজ ঐক্যবদ্ব। আগামিতে যেকোন খেলার আয়োজন করা হলে প্রবাসীসহ সকলের সহযোগীতা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন বক্তারা।
এলাকার মুরব্বী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সংগঠক টিপু আলী, তারেক আহমদ খজির ও আব্দুস সালাম মুন্নার যৌথ পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ও ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সংগঠক আশিক আলী, মহব্বত আলী জাহান, বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, মাষ্টার গৌছ আলী, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, রেফারী পরতাব আলী, সাবুল আহমদ, আব্দুস সালাম, আব্দুল আহাদ, হেলাল মিয়া, আব্দুর রহমান খালেদ, রফিক আলী ও রাসেল আহমদ।
এরআগে মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু এবং পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন সংগঠক মো. শাহজাহান আলী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য খালেদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর, সংগঠক বসির উদ্দিন আহমদ, সূফি শামসুল ইসলাম, মনির মিয়া ময়নুল, রিয়ান আলী, শানুর আলী, ছালিক মিয়া, দুলাল আহমদ, আব্দুল জলিল, নোয়াব আলী, আরান মিয়া, কমরু মিয়া, শাহ মো. মারুফ, মঞ্জুর মেম্বার, আব্দুল হামিদ, মনির আহমদ, ফারুক আহমদ, মফিক মিয়া, রহমত আলী মেম্বার, তফজ্জুল আলী মেম্বার, জামাল মিয়া, ফজলুর রহমান, আব্দুন নূর, আসাদ খান, নেছার আহমদ মুজিব, শুকুর আলী, বদরুল ইসলাম, নাজিম উদ্দিন, মিজানুর রহমান লিলু, জাবেদ আহমদ, মাহবুবুর রহমান, সাইদুল ইসলাম, আনহার আলী, ময়না মিয়া, সেবুল আহমদ, আরকুম আলী, বদরুল ইসলাম, সাহেল আহমদ, নাজমুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম, সংগঠক রাজা মিয়া প্রমূখ।