লাখাইয়ে মিষ্টির দোকানে মূল্য তালিকা ও পন্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার কারণে জরিমানা
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলার বুল্লা বাজারে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, বুল্লা বাজারের মিষ্টির দোকানে মূল্য তালিকা ও পন্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার কারণে আদর্শ মাতৃ ভান্ডার কে ৮ হাজার, আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার কে ৮ হাজার ও
নয়াগাও মিষ্টান্ন ভাণ্ডার কে ৮ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ক্রীম পাওয়ায় ও 4k Plus whitening Cream এ যেখানে ১ পিপিএম থাকার কথা সেখানে ৪০ পিপিএম থাকার কারণে অপু দিপু স্টোর কে ৩ হাজার টাকা মোট ২৭ হাজার জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত অভিযানে সহায়তা করেন লাখাই থানার এসআই মৃদুল কুমার ভৌমিকের নের্তৃত্বে লাখাই থানার একদল পুলিশ।
হবিগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান আগামী এক সপ্তাহের মধ্যে মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য মালিকদের কে সতর্ক করে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি।