এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সরকারি রাস্তা দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর নির্দেশনায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব এই উদ্ধার কার্য পরিচালনা করেন।এতে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত ১২৪ নং জেএল স্থিত গোছাপাড়া মৌজার ৯৪৬ নং দাগে খাদ্য গুদামের পশ্চিম দিকের বাউন্ডারির পার্শ্বের পাঁচ ফুট প্রশস্ত সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে একদর অসৎব্যক্তি অবৈধ ভাবে দখল করে রাখে।অভিযোগের ভিত্তিতে আজ আবারো পুনরুদ্ধার করা হয়।